১৭ জুন

আজকের দিনে ।। ১৭ জুন

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ১৭ জুন।

আজকের দিনে ভারত:

১৬৩১ সালের আজকের দিনে মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী মুমতাজ মহলের মৃত্যু হয়।

১৭৫৬ সালের আজকের দিনে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।

১৮৫৮ সালের আজকের দিনে ঝাঁসির রাণী লক্ষ্মী বাঈয়ের মৃত্যু হয়।

১৮৮৭ সালের আজকের দিনে বিশিষ্ট রাজনীতিবিদ তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কৈলাসনাথ কাটজুর জন্ম হয়।

১৮৯৫ সালের আজকের দিনে বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ গণেশ গোপাল আগরকারের মৃত্যু হয়।

১৯২৪ সালের আজকের দিনে বিশিষ্ট অর্থনীতিবিদ অম্লান দত্তের জন্ম হয়।

১৯৭৩ সালের আজকের দিনে ভারতীয় টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজের জন্ম হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৫৫ সালের আজকের দিনে পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন করা হয়।

১৯৭৯ সালের আজকের দিনে বাংলাদেশি মডেল, ২০০১ সালের ‘মিস বাংলাদেশ’ তাবাস্সুম ফিরদৌস শাওনের জন্ম হয়।

১৯৭৯ সালের আজকের দিনে কবি বন্দে আলী মিয়ার মৃত্যু হয়।

২০০৯ সালের আজকের দিনে বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক গাজীউল হকের মৃত্যু হয়।

২০১৩ সালের আজকের দিনে বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক আতিকুল হক চৌধুরীর মৃত্যু হয়।

আজকের দিনে বিশ্ব:

১৮৮৫ সালের আজকের দিনে নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।

১৮৯৮ সালের আজকের দিনে ওলন্দাজ চিত্রশিল্পী এম. সি. এশ্যর এর জন্ম হয়।

১৯২৫ সালের আজকের দিনে জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৭ সালের আজকের দিনে চীন প্রথম হাইড্রোজেন বোমা পরীক্ষা করে।

১৯৯৯ সালের আজকের দিনে কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দক্ষিণ আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায় গ্রহণ করেন।

১৯৮১ সালের আজকের দিনে অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা শেন ওয়াটসনের জন্ম হয়।

« আজকের দিনে ।। ১৬ জুনআজকের দিনে ।। ১৮ জুন »

আপনার মতামত জানান