৮ জুলাই

আজকের দিনে ।। ৮ জুলাই

কালের চাকা ঘূর্ণায়মান। ইতিহাসের পাতা ওল্টালেই চোখে পড়ে ঘটনার ঘনঘটা। দৈনন্দিন সেই হিসেব আমরা ইন্টারনেটের দুনিয়ায় চোখ রাখলে কিছুটা হয়ত পেয়েও যাবো – কিন্তু সববাংলায় এর পাতায় সেটা পাবো একটু অন্যভাবে – ভারত, বাংলাদেশ এবং বাকি বিশ্বের মনে রাখার মত ঘটনাগুলি পড়ে নেব নিজের মাতৃভাষায়। চলুন দেখে নিই আজকের কিছু  গুরুত্বপূর্ণ ঘটনা –  ইতিহাসে ৮ জুলাই।

আজকের দিনে ভারত:

১৯১৪ সালের আজকের দিনে বাঙালি কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্ম হয়।

১৯৪৯ সালের আজকের দিনে অন্ধ্রপ্রদেশের চতুর্দশ মুখ্যমন্ত্রী ইয়েদুগুরি সন্দিন্তি রাজশেখর রেড্ডির জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে ভারতীয় ক্রিকেটার ও সাতাশতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর জন্ম হয়।

২০০৩ সালের আজকের দিনে বিশিষ্ট কবি সুভাষ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়।

২০০৭ সালের আজকের দিনে অষ্টম প্রধানমন্ত্রী চন্দ্রশেখর সিংয়ের মৃত্যু হয়।

আজকের দিনে বাংলাদেশ:

১৯৫৫ সালের আজকের দিনে বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা প্রধান বিচারপতি নাজমুন আরা সুলতানার জন্ম হয়।

১৯৯৭ সালের আজকের দিনে বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের মৃত্যু হয়।

১৯৮৭ সালের আজকের দিনে ক্রিকেটার মেহরাব হোসেনের জন্ম হয়।

২০১১ সালের আজকের দিনে বাংলাদেশের বিশিষ্ট চিত্রশিল্পী  আমিনুল ইসলামের মৃত্যু হয়।

২০১৩ সালের আজকের দিনে রেডিমেট পোশাক ও নীটওয়্যার শিল্পে অবিচ্ছিন্ন উন্নতির ধারা বজায় রাখতে ও সুরক্ষার স্বার্থে ‘সাস্টেনিবিলিটি কম্প্যাক্ট’ চালু হয়।

আজকের দিনে বিশ্ব:

১৪৯৭ সালের আজকের দিনে ভাস্কো ডা গামা ইউরোপ থেকে ভারতের উদ্দেশ্যে রওনা হন।

১৭৭৭ সালের আজকের দিনে ভারমন্ট প্রথম কোনো মার্কিন রাজ্য হিসেবে দাসত্বকে বেআইনি বলে ঘোষণা করে।

১৭৯২ সালের আজকের দিনে ফ্রান্স, প্রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করে।

১৮২২ সালের আজকের দিনে বিখ্যাত ইংরেজ কবি পার্সি বিশি শেলির মৃত্যু হয়।

১৮৮৯ সালের আজকের দিনে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ প্রথম প্রকাশিত হয়।

১৮৯৫ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকায় ‘দেলাগোয়া বে রেলওয়ে’-র উদ্বোধন হয়।

১৮৯৬ সালের আজকের দিনে কানাডার ইতিহাসে সবচেয়ে কম সময়ের জন্য প্রধানমন্ত্রী পদে আসীন চার্লস টুপার নির্বাচনে পরাজিত হয়ে পদত্যাগ করেন।

১৯৪৮ সালের আজকের দিনে দক্ষিণ আফ্রিকান বিশিষ্ট ক্রিকেটার ডেভ নৌর্স এর মৃত্যু হয়।

১৯৪৮ সালের আজকের দিনে মার্কিন সেনাবাহিনীতে প্রথম মহিলাদের নিয়োগ শুরু হয়।

১৯৫১ সালের আজকের দিনে বিশিষ্ট মার্কিন অভিনেত্রী, চলচ্চিত্র পরিচালক ও স্মৃতিকথাকার অ্যাঞ্জেলিকা হিউস্টনের জন্ম হয়।

১৯৭২ সালের আজকের দিনে আরব ভূখন্ডের প্রথম দেশ হিসেবে বাংলাদেশকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় ইরাক।

১৯৭৯ সালের আজকের দিনে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র নতুন সংবিধান গ্রহণ করে।

১৯৮১ সালের আজকের দিনে বিশিষ্ট রুশ টেনিস তারকা আনাস্তাসিয়া মিসকিনার জন্ম হয়।

২০০৩ সালের আজকের দিনে ইরানে বসবাসকারী যমজ বোন লোলেহ বিজানী ও লাদন বিজানীকে আলাদা করার অস্ত্রোপচার অসফল হয়।

২০১০ সালের আজকের দিনে ক্রিস্টোফার নোলান পরিচালিত ও লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত বিখ্যাত চলচ্চিত্র ‘ইনসেপশান’-এর প্রিমিয়ার লন্ডনে অনুষ্ঠিত হয়।

« আজকের দিনে ।। ৭ জুলাইআজকের দিনে ।। ৯ জুলাই »

One comment

আপনার মতামত জানান